জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দুপুরে ইসি ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়ন জমা দেন তিনি। পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির বিষয়ে সংসদে কথা বলবেন তিনি। সংখ্যায় কম হলেও দেশ ও জনগণের দু:খ দুর্দশার কথা বিএনপি তুলে ধরবে বলেও জানানা রুমিনা ফারাহানা। সংরক্ষিত আসনে আর কেউ মনোনয়ন না দিলে রুমিন ফারহানাকে নির্বাচিত ঘোষণা করবে ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। এদিকে বগুড়ায় ছয়ে শূন্য ঘোষিত আসনে এখনো প্রার্থী ঠিক করতে পারেনি বিএনপি।
Leave a reply