পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দাড়ভাঙ্গা থেকে গ্রামবাসীর হাতে আটক হরিণটি অবশেষে মারা গেল।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
তিনি জানান, হরিণটিকে গ্রামবাসী ধাওয়া করে ধরেছিল যেকারণে হরিণটি ক্লান্ত হয়ে পড়াসহ সম্ভবত তার ‘হার্টবিট’ বেড়ে গেছিল। হয়তোবা একারণে হরিণটি মারা যেতে পারে।
এর আগে আজ সকালে দাড়ভাঙ্গা গ্রামবাসী ধাওয়া করে হরিনণটিকে আটক করে।
এব্যাপারে সোনারচর বনকর্মকর্তা অমিতাভ বসু জানান, চরমোন্তাজের পাশে ভোলার চরকুকরী মুকরী বনাঞ্চল থেকে হরিনণটি লোকালয়ে চলে আসে। পরে গ্রামবাসী ধাওয়া করে হরিনণটি আটক করলে অসুস্থ হয়ে পরে।
Leave a reply