দক্ষিণ কোরিয়ার ইনহা বিশ্ববিদ্যালয়ে শিল্পী সুবীর নন্দীর স্মরণ সভা

|

শনিবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ কোরিয়ার ইনহা ইউনিভার্সিটিতে বাংলা গানের কিংবদন্তী শিল্পী সুবির নন্দী স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোরিয়া-বাংলাদেশ লিটারেচার এন্ড কালচারাল সেসাইটির (কেবিএলসিএস) উদ্যোগে এ স্মরণ সভায় কোরিয়া বসবাসরত বাংলাদেশী সংস্কৃতিমনারা একত্রিত হয়ে শোক প্রকাশ ও প্রয়াত এ শিল্পীর স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

সভায় সঞ্চালনা করেন শিল্পী আশুতোষ অধিকারী।

সভায় আগত অতিথিদের স্বাগত জানান সভার সংগঠক কেশব কুমার অধিকারী এসময় তিনি প্রয়াত শিল্পী সুবীর নন্দীর কর্মময় জীবনের অতি সংক্ষিপ্ত উপাখ্যান তুলে ধরেন।

স্মরণ সভায় সুবির নন্দী স্মরণে তার গান পরিবেশন করেন, ল্যাণ কুমার ঘটক, ডঃ ইমতিয়াজ অহমেদ, বীনা মজুমদার, ডঃ হাসি রাণী বাড়ৈ এবং আমন্ত্রিত অতিথি শিল্পী হাসান মজুমদার প্রমুখ। এসময় তারা বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রে অনন্য অবদান রাখার জন্যও সুবির নন্দীকে স্মরণ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply