ক্ষতিকর ফরমালিন পাওয়া যায়নি যাত্রাবাড়ীর ১৭ ফল আড়তের কোন নমুনায়। বিএসটিআইয়ের উন্মুক্ত পরীক্ষার এ ফল পাওয়া গেছে আজকের অভিযানে।
সকাল থেকে ১৭টি আড়তের বিভিন্ন ফলেন নমুনা পরীক্ষা পণ্যমান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই। চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানও। দুপুর পর্যন্ত তাৎক্ষণিক মান পরীক্ষার কোনটিতেই ক্ষতিকর কিছু পায়নি পরীক্ষকরা। অভিযান শেষে সংস্থাটির উপ-পরিচালক জানান, ফরমালিন ইস্যুতে বহু বছরের আন্দোলন ও সরকারের প্রচেষ্টায় পাওয়া গেছে স্বস্তির এই রিপোর্ট। তিনি আরও জানান এই অভিযান অব্যাহত থাকবে এবং কোথাও কোন বিএসটিআইএর অনুমোদন ছাড়া থাকলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply