পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

|

পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করেনি বাংলাদেশ। তবে লোকবলের অভাবে ভিসা প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

সরকারের এ অবস্থান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান ব্যক্তি বিশেষের জন্য ভিসা বন্ধ থাকতে পারে পাশাপাশি ইসলামাবাদে বাংলাদেশের এক দূতাবাস কর্মকর্তার ভিসা পাকিস্তান নবায়ন না করায় ভিসা প্রদানের জটিলতা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে ঢাকা-ইসলামাবাদ সমস্যাটি সমাধান হবে বলেও আশা করেন তিনি ।

এদিকে ঢাকায় দীর্ঘদিন পাকিস্তানি হাইকমিশনার না থাকার প্রসঙ্গে ড. মোমেন জানান, একজন কূটনৈতিকের ব্যাপারে ঢাকার আপত্তি ছিল কিন্তু তারপরে নতুন করে আর কাউকে হাইকমিশনার মনোনয়ন করেনি ইসলামাবাদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply