গাজীপুর সিটির ১৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

|

গাজীপুর সিটি করপোরেশনের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৪ জন কর্মকর্তা-কর্মচারিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগর ভবনের মেয়র কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং এ মেয়র অ্যাডভোটে জাহাঙ্গীর আলম এ বিষয়টি জানিয়েছেন।

মেয়র অ্যাডভোটে জাহাঙ্গীর আলম জানান, যাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হবে। লাইসেন্স, ট্যাক্স, প্রকৌশল, বিদ্যুত বিভাগের কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের মধ্যে দুর্নীতিগ্রস্থ ১৪ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এর আগে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply