ইংলিশ ক্লাব চেলসির সাথে নতুন চুক্তি করেছেন অলিভিয়ে জিরুদ। ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।
২০১৮’র জানুয়ারিতে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে চেলসিতে যোগ দেন জিরুদ।
চেলসির হয়ে নিয়মিত ভালো করতে না পারলেও উয়েফা ইউরোপা লিগে ক্লাবের জার্সিতে চমক দেখিয়েছেন। ইউরোপা লিগে এবার সর্বোচ্চ গোলের জন্য উপহার পেলেন তিনি। ব্লুজদের হয়ে ৬২ ম্যাচে ১৭ গোল করেছেন এই ফরোয়ার্ড। আর তাই এই গ্রীষ্মে চুক্তি শেষ হওয়ার আগেই তার সাথে চুক্তি নবায়ন করেছে চেলসি।
চুক্তি স্বাক্ষরের পর জিরুদ বলেন, ‘কমপক্ষে আরও এক মৌসুম আমি চেলসিতেই থাকতে চেয়েছিলাম। সুযোগ করে দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। নতুন মৌসুম দারুণভাবে উপভোগ করতে চাই’।
Leave a reply