বাসের চাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণ দিতে গ্রীন লাইন পরিবহন আদালতের আদেশ অগ্রাহ্য করেছে বলে মন্তব্য করেছেন আদালত। তাদের আচারণ ইতিবাচক নয় জানিয়ে আদালত বলেছেন এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।
সকালে এফ আর এম নাজমুল আহসান ও কামরুল কাদেরের আদালত এ মন্তব্য করে। এ বিষয়ে পরবর্তী আদেশ ২৫ জুন।
গ্রীন লাইন কর্তৃপক্ষের আচরণে হতাশা প্রকাশ করে আদালত বলেন, হাইকোর্টের নির্দেশের পরও নিজেদের আইনজীবীদের সাথে যোগাযোগ করেনি গ্রীণলাইন কর্তৃপক্ষ। গত বছর ২৮ এপ্রিল রাসেলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় গ্রিন লাইন পরিবহনের একটি বাস। এতে রাসেলের দেহ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে আদালত রাসেলকে ক্ষতিপূরণ দিতে বললেও তা শুনছে না গ্রীনলাইন কর্তৃপক্ষ।
Leave a reply