দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

|

মঙ্গলবার রাত ৯টায় দেশে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (গণসংযোগ) সাইফুল হাসান চৌধুরী মঙ্গলবার রাতে একথা জানিয়েছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ১১ মে রাতে দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৪৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এমাসেই ৮ মে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ৪৮২ মেগাওয়াট ও ৭ মে দেশে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ১২ হাজার ২৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল যার মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। পরবর্তীতে ২৫ এপ্রিল ১২ হাজার ৬৭ মেগাওয়াট এবং ২৯ এপ্রিল ১২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বাসস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply