ফেনী প্রতিনিধি:
ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর মামলায় একমাত্র আসামী সিরাজ উদ দৌলার দুই দিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জর করেন। এর আগে হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জর করা হয়েছিল।
ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এই ঘটনায় নুসরাতের মা শিরিনা আক্তার বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন। এই মামলায় পুলিশ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে।
এছাড়া নুসরাতকে হত্যার ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় সিরাজ উদ দৌলাসহ ১২ জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
Leave a reply