৪৮ দল নয়, ৩২ দল নিয়েই হবে ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ। মূলত রাজনৈতিক জটিলতার কারণে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।
আগেই ঘোষণা হয়েছিলো ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ফুটবলের বিকাশে ২০২২ বিশ্বকাপ থেকেই ৪৮ দল নিয়ে আয়োজনের চেষ্টা করছিলেন। সে ক্ষেত্রে আয়োজক দেশ কাতারের সহযোগী হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবকে। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে সে পথে আর হাঁটেনি ফিফা। ৩২ দল নিয়ে কাতারেই হবে পরবর্তী বিশ্বকাপের আয়োজন।
ফিফার গভর্নিং বডি জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আয়োজন করা হবে ৪৮ দল নিয়ে। যৌথভাবে সে বিশ্বকাপের আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
Leave a reply