ঈদে ট্রেনের আগাম টিকিট সংগ্রহের তৃতীয় দিনে স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। আজ দেয়া হচ্ছে ২ জুনের টিকিট। সকাল ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। অনলাইন ও অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে আজও ভোগান্তি মিলছে বলে জানা গেছে।
এদিকে গতকাল থেকেই স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা।
বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে চলাচলকারী সব ট্রেনের টিকিট মিলছে কমলাপুরে। আর বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হচ্ছে।
আজ কাউন্টার থেকে ২ হাজার ২২৯ টি টিকিট দেয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ।
এবার কমলাপুরসহ রাজধানীর ৫টি স্থান থেকে টিকিট বিক্রি হওয়ায় হুড়োহুড়ি খানিকটা কমেছে। অনলাইন থেকে ৫০ ভাগ টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে, অ্যাপে লগ-ইনের চেষ্টা করেও সফল হচ্ছেন না টিকিটপ্রত্যাশীরা।
Leave a reply