ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌনতার কাজে ব্যবহার করার দায়ে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ৫০ জন শিশুকেও উদ্ধার করে পুলিশ। এসব ব্যক্তিদের ইন্টারপুলের দেয়া তথ্য অনুসারে গ্রেফতার করা হয়।
আটককৃতদের দেয়া তথ্য অনুসারে পুলিশ বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া শিশুদের শতাধিক ছবি শনাক্ত করতে তদন্ত করছে।
ইন্টারপুলের মহাসচিব জার্গেন স্টক বলেন, শিশুদের যৌনতায় ব্যবহার করে এমন চক্রকে ধরতে আমরা অপারেশন ব্ল্যাকরিস্ট পরিচালনা করছি আর আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদের সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।
ইন্টারপুল জানায় ইন্টারনেটে কিছু সাবক্রিপশন সাইটের মাধ্যমে অপরাধীরা তাদের এই তৎপরতা চালায়। এসব অপরাধীদের ধরতে ইন্টারপুল বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এর সাহায্য গ্রহণ করে।
এরআগে ২০১৮ সালে এই চক্রের এক হোতা মন্ট্রি স্যালগাম কে থাইল্যান্ড থেকে ও রিচা তোকপুতজাকে অস্ট্রেলিয়া থেকে আটক করা হয়।
এরমধ্যে মন্ট্রিকে থাইল্যান্ডের আদালত কর্তৃক ১৪৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এবং তোকপুতজাকে অস্ট্রেলিয়ার আদালত ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে।
তবে ইন্টারপুর আটককৃত বাকিদের নাম প্রকাশ করেনি। তারা জানায় আটককৃতদের একজন তার দুই বছর বয়সী সৎভাইকে যৌন নিপীড়ন করার দায়ে গ্রেফতার হয়েছে।
Leave a reply