জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের মাটিতে নতুন চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করবে জাসদ।
তিনি বলেন, জঙ্গী, সন্ত্রাসী, লুটেরাদের মতই দেশটাতে ভরে গেছে ভেজাল কারবারীতে। সবকিছুতেই ভেজাল। খাদ্যে ভেজালকারীরা দেশ ও জাতির শুত্রু। যারা খাদ্যে ভেজাল মেশায়, কৃষকদের ন্যায্য দাবি পূরণ না করে তাদের নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জাসদ।
শুক্রবার ভেড়ামারা উপজেলা জাসদ আয়োজিত বর্ণাঢ্য ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুষ্টিয়া -২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেন, কৃষকদের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যেই জাসদ রাজপথে নেমে এসেছে। জাসদ সরকারে থেকেই দেশ ও জনগনের কথা বলবে।
উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ জৈমুদ্দীন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুজা উদ্দীন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জাসদ নেতা বশির উদ্দীন বাচ্চু, হাজী নুর ইসলাম, হাসান সরোয়ার প্রমুখ।
Leave a reply