ভারতে এবারের লোকসভায় বিজেপি নয় কংগ্রেস জিতবে- এমনটিই বাজি ধরেছিলেন এক কংগ্রেস সমর্থক।
বাজিতে হেরে গেলে মাথা কামিয়ে ফেলবেন বলেও প্রতিজ্ঞা করেন তিনি।
অবশেষে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর কথামতো মাথা কামালেন সেই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে।
রাজগড়ের হারানা গ্রামের বাসিন্দা কংগ্রেস সমর্থক বাপুলাল সেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, বাপুলাল স্থানীয় বিজেপিকর্মী রামবাবু মান্ডলোইয়ের সঙ্গে বাজি ধরেছিলেন যে, মোদি প্রধানমন্ত্রী হলে তিনি মাথা কামাবেন। একইভাবে রাহুল প্রধানমন্ত্রী হলে রামবাবু মাথা কামাবেন।
তাদের এমন বাজির বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায়। ফল গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকেন স্থানীয়রা।
অবশেষে সপ্তদশ লোকসভায় বিজেপির রেকর্ড ভোটে জয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি।
তাই কথামতো দুদলের কর্মী-সমর্থকদের সামনে শনিবার নিজের মাথা কামিয়ে ফেলেন বাপুলাল।
এ সময় বিজেপির সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
কংগ্রেসের এমন ভরাডুবির দায় স্বীকার করে বাপুলাল জানান, ‘আমি কংগ্রেস সমর্থক হলেও বলতে দ্বিধা নেই- এটি তাদের প্রাপ্য ছিল।’
এর পেছনের কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যপ্রদেশে ১০ দিনের বদলে তিন মাস থাকা উচিত ছিল, যা তিনি করেননি।’
তার আরও অভিযোগ, ‘মধ্যপ্রদেশের কৃষকদের ঋণ মওকুফের প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ করেনি কংগ্রেস। সে জন্যই নির্বাচনে হেরে গেছি আমরা।’
এদিকে বাজিতে জিতে যাওয়া বিজেপিকর্মী রামবাবু জানান, ‘ভোটে হেরে বাপুলাল মাথা কামালেও বিষয়টিকে বাজেভাবে না নেয়ার অনুরোধ করছি। তিনি বিপক্ষ শক্তির কর্মী হলেও আমরা একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী। আমরা একে অপরের আনন্দে ও দুঃখে পাশে থাকি।’
প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল বিজেপি ৩০৩ আসন পেয়েছে, যা এককভাবে সরকার গঠন করার মতো আসন (২৭২) থেকে অনেক বেশি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫১ আসন।
অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে মাত্র ৫২ আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৯২ আসন।
Leave a reply