প্রথমবারের মতো এশিয়ান ইনডোর হকিতে বাংলাদেশ

|

এশিয়ান ইনডোর হকিতে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এ নিয়ে আগ্রহের কমতি নেই জিমি-শিতুলদের। খেলাটি সম্পর্কে খুব বেশি জানাশোনা না থাকায় ইউটিউব দেখেই জেনে নিচ্ছেন এর কলাকৌশল। তবে পূর্ণপ্রস্তুতি নিশ্চিত করতে ইনডোর হকি সম্পর্কে অভিজ্ঞ এমন একজন ইউরোপীয়ান কোচ নিয়োগ দিচ্ছে ফেডারেশন। সেইসঙ্গে থাইল্যান্ডে আয়োজন করা হবে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প।

১৫ জুলাই থাইল্যান্ডের চুনবুড়িতে শুরু হবে এশিয়ান ইনডোর হকি। স্থানীয় দুই কোচ আশিকুজ্জামান ও জাহিদ হাসানের অধীনে শুরু হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি। যদিও এই দুই কোচেরই নেই ইনডোর হকির অভিজ্ঞতা। তবে তাতে আগ্রহের কোন কমতি নেই খেলোয়াড়দের মাঝে। হকির নতুন এই ইভেন্ট নিয়ে বেশ উচ্ছসিত তারা।

গেমসের পূর্ণপ্রস্তুতি নিশ্চিত করতে চেষ্টার কমতি রাখছে না ফেডারেশনের নব নির্বাচিত কমিটি। আগামী ১ জুলাই থেকে টুর্নামেন্টের আয়োজক দেশ থাইল্যান্ডে করা হবে প্রস্তুতি ক্যাম্প। পাশাপাশি দ্রুতই ইউরোপীয়ান কোচ এনে বিকেএসপিতে ক্যাম্প শুরু করবে ফেডারেশন।

ইনডোর হকিতে হাতেখড়ি হবে বাংলাদেশের। তাই টুর্নামেন্ট অভিজ্ঞতায় প্রাপ্তি করতে চায় ফেডারেশন।

যমুনা অনলাইন/ইউএমএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply