মরক্কোয় হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের। রোববার খাবার ও ত্রাণ সহায়তা গ্রহণের সময় আরও ৪০ জন আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সিদি বুয়ালালাম শহরে ঘটেছে এই দুঃখজনক ঘটনা। সেখানে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করছিলো। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হতাহতদের বেশিরভাগই নারী ও বয়স্ক মানুষ। গুরুতর আহতদের মারাকেশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাদশাহ ষোড়শ মোহাম্মদ বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আহতদের চিকিৎসা এবং নিহতদের দাফনের খরচ বহনের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবছরই একটি নির্দিষ্ট সময় মরক্কোয় দরিদ্রদের মাঝে ত্রাণসেবা দিয়ে থাকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
Leave a reply