খুলনায় রহস্যময় বৃদ্ধের ঝুলিতে মিলল ৪ লাখ টাকা

|

খুলনায় এক বৃদ্ধের ঝুলি থেকে মিলেছে তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা! ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন।

তিনি জানান, ‘আজ সকালে খালিশপুর জুট মিলের সামনে দিয়ে হাঁটছিলেন আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি নোংরা, এলোমেলো ও দেখতে আর সাধারণের চেয়ে ভিন্নরকম ছিলেন দেখতে। তাকে ছেলেধরা ভাবেন এলাকাবাসী। এ সময় তাকে আটক করে ঝুলিতে কী আছে দেখতে চান তারা। পরে ঝুলিতে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।’

সব টাকা গণনা শেষে এর পরিমান তিন লাখ ৯৩ হাজার ৭৪৯ টাকা বলে জানান ওসি মোশাররফ হোসেন।

এসব টাকা এখন পুলিশের হেফাজতে রয়েছে এবং পরে আদালতের জিম্মায় দেয়া হবে বলে জানান তিনি।

আটক রহস্যময় বৃদ্ধ জানিয়েছেন, ‘আমি বিভিন্ন এলাকায় গান গেয়ে এসব টাকা আয় করেছি।’

স্থানীয়রা বৃদ্ধকে প্রথমে ছেলেধরা ভাবলেও এখন অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে করছেন।

জানা গেছে, ইতিমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে খালিশপুর থানা পুলিশ। সেখান থেকে বৃদ্ধের বিষয়ে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বৃদ্ধের পরিচয় ও তার বিষয়ে আরও তথ্য জানতে খোঁজ নিচ্ছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply