কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধি। আজ নয়াদিল্লিতে দলটির জয়ী এমপিরা নেন এ সিদ্ধান্ত।
বৈঠকে সোনিয়া গান্ধির নাম প্রস্তাব করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দলের নেতারা তাতে সমর্থন জানান।
পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা কে হবেন তা নির্ধারণ করবেন সোনিয়া গান্ধি। গেলো ৫ বছর এই দায়িত্ব পালন করেছেন কর্ণাটকের রাজনীতিক মল্লিকার্জুন খার্গে। কিন্তু, এবারের ভোটে তিনিও পরাজিত হয়েছেন। নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও পার্লামেন্টে প্রধান বিরোধী দলনেতা হওয়া নিয়ে রয়েছে সংশয়। কেননা, প্রয়োজনের তুলনায় তিনটি আসন কম পেয়েছে কংগ্রেস। গেলোবারও এই কারণে লোকসভায় পদ হারায় দলটি।
Leave a reply