বিশ্ব কুদস দিবসের বিক্ষোভে লক্ষ-কোটি মুসলমানের অংশগ্রহণ ইসরাইলের মিত্র আরব দেশগুলোর প্রতি চপেটাঘাত বলে মন্তব্য করেছেন হামাসের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল রেদওয়ান।
শুক্রবার গাজায় আল কুদস দিবসের বক্তৃতায় তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের এ অংশগ্রহণ দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যেসব আরব নেতা উঠেপড়ে লেগেছেন তাদের প্রতি চপেটাঘাত করেছে।
পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে সমর্থন ও সহায়তার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান এ হামাস নেতা।
ইসমাইল রেদওয়ান বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে ‘বিশ্ব কুদস দিবস’ ঘোষণার পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আর্থিক, নৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ার জন্য ফিলিস্তিনি জাতি ইরানের প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানের ধর্মীয় নেতা ইমাম খোমেনী (রহ.) ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করার লক্ষ্যে রমজানের শেষ শুক্রবারকে ‘আল-কুদস দিবস’ হিসেবে ঘোষণা করেন। সে থেকে প্রতিবছর এ দিন আল-কুদস দিবস পালন করা হচ্ছে। গতকাল বিশ্বের বিভিন্ন দেশে আল কুদস দিবসের বিক্ষোভে অংশ নেন মুসলমানরা।
Leave a reply