ঈদের মার্কেট করতে গিয়ে গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের তেতুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের ছেলে সোবাহান (৪৫) ও খোরশেদ আলম (৩০)। তারা কাপাসিয়া বাজার থেকে বাড়ি ফিরছিল।
নিহতদের পিতা আ. রশিদ জানান, সোবাহান ও তার ছোট ভাই সৌদি প্রবাসী খোরশেদ ঈদের কেনাকাটা করার জন্য সকালে বাড়ি থেকে কাপাসিয়া বাজারে আসেন। ফেরার পথে কাপাসিয়া-রাণীগঞ্জ সড়কের তেঁতুলিয়া বাইপাস নামক স্থানে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে জখম হন।
এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। সৌদি প্রবাসী খোরশেদ গত ৪ মাস আগে দেশে ফিরেন এবং দেড় মাস আগে বিয়ে করে। সোবাহানের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
Leave a reply