বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ

|

আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে, অনুশীলনে বাঁহাতের কব্জিতে আঘাত পেলেও প্রথম ম্যাচেই খেলতে পারেন তামিম ইকবাল। আঘাত পেলেও হাতে কোনো চিড় ধরেনি। পাশাপাশি ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও। তবে শঙ্কায় রয়েছে সাইফউদ্দিনের খেলা নিয়ে। এটিকে সমস্যা মনে করছেন না টিম ম্যানেজম্যান্ট। আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় টাইগাররা।

অন্যদিকে, প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে রয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরে যায় তারা। এই হারের তিক্ততা ভুলে এই ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় প্রোটিয়ারা। এমন আত্মবিশ্বাসী কণ্ঠই শোনা গেছে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply