রাশিয়ার জোরনিস্ক শহরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছে ৭৯ জন। বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে অন্তত ১৮০ বাড়িঘর।
কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় সকালে বিস্ফোরক কারখানাটির একটি ওয়ার্কশপে যান্ত্রিক গোলযোগ থেকে ঘটে দুর্ঘটনা। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। এতে পুরোপুরি ধ্বংস হয়েছে কারখানার ভিতরের প্ল্যান্ট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভবনের ভেতরে আটকেপড়াদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। বেশিরভাগ আহত হয় বিভিন্ন ভবনের ভেঙ্গে যাওয়া কাঁচের আঘাতে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কারখানার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত আগস্টে এ শহরের আরেকটি কারখানায় বিস্ফোরণে নিহত হয় তিনজন।
Leave a reply