সিরিয়ার রাক্কায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় প্রাণ গেছে অন্তত ১০ জনের। শনিবারের হামলায় আহত আরও ২০ জন।
কর্তৃপক্ষ জানায়, এসডিএফ জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এ হামলা। তবে নিহতদের মধ্যে ৫ বেসামরিক নাগরিক রয়েছে বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
অন্যদিকে রোববার দামেস্কে ব্যাপক সংঘর্ষ হয় বলে জানায় সিরিয়ার গণমাধ্যম।
ইসরায়েল নিয়ন্ত্রিথ গোলান মালভূমি থেকে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে দাবি দামেস্কোর। সিরিয়াও প্রতিহত করে হামলা।
ইসরায়েলি সেনাদের দাবি, সিরিয়া থেকে দু’টি রকেট ছোড়া হয় তাদের ঘাঁটি লক্ষ্য করে। সিরিয়াকে উপযুক্ত জবাব দিতেই বিমান হামলা বলে দাবি তেলআবিবের।
Leave a reply