আলবেনিয়ায় ২ ঘণ্টায় ৬ বার ভূমিকম্প

|

Residents inspect a destroyed building after an earthquake stroked the area in Floq, Albania, June 1, 2019. REUTERS/Florion Goga

দক্ষিণ-পূর্ব ইউরোপের আলবেনিয়ায় দুই ঘণ্টা সময়ের মধ্যে ছয়বার ভূমিকম্প হয়েছে। এতে চারজন আহত ও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার আলবেনিয়ার দক্ষিণ-পূর্বাংশে হওয়া এসব ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। প্রথম ভূমিকম্পটির উৎপত্তি কোর্সে শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে।

এর ৭ মিনিটি পর গ্রিস ও মেসিডোনিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয়।

এরপর থেকে কোর্স ও এর আশপাশে উত্তর গ্রিসের সীমান্ত এলাকাজুড়ে কম মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে চারজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিয়ো ও নিকটবর্তী গ্রাম ডভোরানের প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply