ঈদের আগে নিয়ম নীতির বালাই নেই রাজনীতির মাংসের দোকানে। ইচ্ছে মতো গরুর মাংসের দাম হাকছেন ব্যবসায়ীরা। খাসির কেজি ৭শ থেকে ৮শ টাকা। চড়া দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি।
রাজধানীর মহাখালী বাজারে, দুই দিনের ব্যবধানে কাঁচামরিচের দর বেড়েছে কেজিতে ২০ টাকা। সালাদের দরকারি বিভিন্ন অনুষঙ্গ বিক্রি হচ্ছে কেজিতে অন্তত ১০ টাকা বেশি দরে। তবে, দারুচিনি ও এলাচ ছাড়া মসলার বাজার স্থিতিশীল আছে। এ জন্যে তারা দুষছেন আন্তর্জাতিক বাজারকে। ব্যবসায়ীদের দাবি, গেল বছরের ১৫০০ টাকার এলাচ এবার বিক্রি হচ্ছে প্রায় ২ হাজার টাকায়। তবে মুদিপণ্যের দোকানে খুব বেশি ওঠানামা নেই। চাহিদা বেড়েছে পোলাও চাল ও সেমাইয়ের।
Leave a reply