সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা চলে যাওয়ায় বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধি নিয়ে সংকটের দ্রুত সমাধান হয়েছে। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের একটি কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। এস কে সিনহার দুর্নীতির অভিযোগ নিয়ে আনিসুল হক বলেন, এ বিষয়ে দুদক কী ব্যবস্থা নেবে সেটা তাদের বিষয়।
এসময় তিনি বলেন, বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটের খসড়া সুপ্রিম কোর্টে রয়েছে। মন্ত্রণালয়ে আসলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমতি দিলেই তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানির জন্য সাত বিচারপতিই থাকতে হবে এমন কোনো নিয়ম নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে বিচারপতি নিয়োগ শুরু হবে, যা স্বাভাবিক প্রক্রিয়া।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply