বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক লাকী আখন্দকে স্মরণ করল গুগল। প্রয়াত এই তারকার ৬৩তম জন্মদিন ডুডলের মাধ্যমে উদযাপন করছে প্রতিষ্ঠানটি।
সংগীত পরিচালক লাকী ১৯৫৬ সালের ৭ জুন পুরান ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। তার একাধিক জনপ্রিয় গান এখনও দর্শক-শ্রোতাদের মুখে মুখে। সংগীত তাকে এক অনন্য আসন এনে দিয়েছে।
লাকী আখন্দ ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর সদস্য ছিলেন। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে- এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা ও আমায় ডেকো না।
বরেণ্য এই শিল্পী দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬০ বছর বয়সে ইন্তেকাল করেন।
Leave a reply