একটি মোটরসাইকেলে ৫৮ জন। ভাবছেন এতোজন কিভাবে চড়লো, কিন্তু চমকের এখানেই শেষ নয়। এই ৫৮ জনকে নিয়ে মোটরসাইকেলটি পাড়ি দিয়েছে প্রায় দুই কিলোমিটার পথ। এই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডটি গড়েছে ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা।
গত রোববার বেঙ্গালুরুর বিমানঘাঁটিতে এক প্রদর্শনীতে করা হয় এই বিশ্বরেকর্ড। ৫০০ সিসি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে বিশ্বরেকর্ডের চালক ছিলেন, সুবেদার রামপাল যাদব। আর তিনি ২০১০ সালের ৫৬ জন নিয়ে মোটরসাইকেল চালানোর বিশ্বরেকর্ড ভেঙে ফেলেন। ভারতীয় সেনাবাহিনীর দলটির নাম দেয়া হয়েছে টর্নেডো, ১৯৮২ সাল থেকে এই দল ১৯ টি আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ড করেছে। নয়াদিল্লিতে ১৯৮২ সালের এশিয়ান গেমসে নিজেদের প্রথম প্রদর্শনীতেই বিশ্বের কাছে নিজেদের আলাদা পরিচয় তুলে ধরে টিম টর্নেডো’। এরপর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় হাজারের উপর প্রদর্শনী করেছেন তারা। বর্তমানে সেনাবাহিনীর ২ জন সিনিয়র অফিসারের নেতৃত্বে ৩৯ সদস্য নিয়ে এ দল গঠিত।
Leave a reply