আকবর কোন মহান শাসক ছিলেন না বরং একজন নিপীড়ক ছিলেন। সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান বিজেপি সভাপতি মদন লাল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাজা মহেন্দ্র প্রতাপের স্মরণ সভায় এক আলোচনায় তিনি এমন কথা বলেন।
মদন লাল বলেন, আকবর মিনা বাজারকে নারীদের নিপীড়ন করার জন্য ব্যবহার করতেন। মিনা বাজারে আগত মহিলাদের তিনি নিজের মনোরঞ্জনের জন্য পছন্দ করতেন। এসময় তিনি আরো বলেন, রাজা মহেন্দ্র প্রতাপকে আকবরের সাথে তুলনা করা আর ইতিহাসের সাথে মশকরা করার মধ্যে কোন পার্থক্য নেই।
এসময় তিনি আরো দাবি করেন, একবার কিরণ দেবি নামে এক রাজপুত মহিলাকে আকবর নিপীড়ন করতে গেলে সে আকবরের গায়ের উপর চেপে তার বুকের কাছে ছুড়ি ধরে রাখলে আকবর তার নিজের জীবন ভিক্ষা চায় এবং এঘটনার প্রেক্ষিতে মিনা বাজার বন্ধ ঘোষণা করে।
উল্লেখ্য, ফার্সী নববর্ষ নওরোজ উপলক্ষ্যে দিল্লীতে একটি মাস ব্যাপী মেলার আয়োজন করা হতো যেখানে প্রধানত রাজপরিবারের নারীরা ও অভিজাত রাজপুত নারীরা আগমন করতো। নারী আসার সময় সেখানে কোন পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।
Leave a reply