ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গলাচিপার কৃতি সন্তান রায়হানুল ইসলাম আবিরকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার বিকেলে গলাচিপা সরকারি কলেজ মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফোরকান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন, গলাচিপার কৃতিসন্তান রায়হানুল ইসলাম আবিরের সাফল্যে আমরা অানন্দিত। সে আমাদের আমাদের অর্জন। তরুন সাংবাদিকদের পথিকৃত সংগঠনের নেতৃত্ব আমাদের এলাকার সন্তান এটা আমাদের জন্য গর্বের। আগামীদিনেও সে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করবেন এবং গলাচিপার উন্নয়নে কাজ করবেন এই প্রত্যাশা।
উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ বলেন, আবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন কলম সৈনিক।এলাকার সন্তান হিসেবে সাংবাদিক নেতা নিজ এলাকার সেবায় নিয়োজিত হবেন সে প্রত্যাশা রইলো।
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, আমি আনন্দিত নিজে এলাকার মানুষের সামনে কিছু বলেতে পেরে এবং সম্মাননা পেয়ে। ভবিষ্যতে সুযোগ পেলে গলাচিপার সেবায় নিয়োজিত হবো।
এসময় বক্তারা গলাচিপার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ, বিভিন্ন অঙ্গসংগঠন ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
Leave a reply