রাখাইনে জাতিগত নিধন চালাচ্ছে মিয়ানমার: মার্কিন সিনেটর

|

রাখাইনে জাতিগত নিধন চালাচ্ছে মিয়ানমার– নেইপিদো’তে এসে এবার এমন মন্তব্য করলেন মার্কিন সিনেটর জেফ মার্কলে। অবিলম্বে, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের সু চি সরকারের প্রতি তাগিদ দেন তিনি।

মার্কিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে সিনেটর জেফ মার্কলে জানান, রাখাইনে জাতিগত নিধনের সব চিহ্নই বিদ্যমান। সংকট সমাধানে চলতি সপ্তাহে রাখাইন সফর করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল। দলটি ঘুরে দেখেন বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরও। অনুসন্ধানে রোহিঙ্গাদের ওপর সেনা সহিংসতা ও নিপীড়নের প্রমাণ পান তারা। সংবাদ সম্মেলনে অবিলম্বে রাখাইনে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে অনুমতি দেয়ার আহ্বান জানান তিনি।

মার্কলে বলেন, ‘বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা সেনাদের সরাসরি নিপীড়নের শিকার। অনেকেই চোখের সামনে স্বামী সন্তান কিংবা বাবা মার মৃত্যু দেখেছেন। যৌন নিপীড়নের শিকার হয়েছে অনেক নারী। নির্বিচারে পোড়ানো হয়েছে ঘরবাড়ি। এটা নিশ্চিতভাবেই জাতিগত নিধন। সহিংসতা বন্ধ করে অবিলম্বে সেখানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply