খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তর্জাতিক কোনো চাপে নেই: ওবায়দুল কাদের

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তর্জাতিক কোনো চাপে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধই থাকবে আওয়ামী লীগ এমনটাই আশা করে বলেও দাবি করেছেন তিনি।

সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করে আওয়ামী লীগ। বিএনপি’র রাজনীতি মিথ্যাচার আর ধ্বংসের ওপর চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবান্ধব ও গণতন্ত্রের ধারায় ফিরতে হবে বিএনপিকে।রাজপথে এবং সংসদের কোথাও বাস্তব বিরোধী দলের কোন ভূমিকা নেই বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply