ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ। সকাল থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে যাত্রীদের উপচে পড়া ভিড়।
অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করছে লঞ্চ ও স্পিডবোট গুলো। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা।
গত কয়েকদিনের মতো আজও লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে, চাঁদপুর ও বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চগুলোতেও অতিরিক্ত যাত্রী নেয়া হচ্ছে। বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগও করেছেন যাত্রীরা।
Leave a reply