বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। সেমিফাইনালে খেলার জন্য দুই দলের কাছে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। উভয় দলই চাচ্ছে খেলা মাঠে গড়াক। তবে এ নিয়ে একটু বেশি তাড়া কাজ করছে লংকান পেসার লাসিথ মালিঙ্গার মনে। খেলা শেষ করেই দেশের বিমান ধরতে হবে তাকে।
জানা গেছে, পারিবারিক কারণে শ্রীলংকার উদ্দেশে উড়াল দিতে হচ্ছে তাকে। সদ্যই পরপারে পাড়ি জমিয়েছেন তার শাশুড়ি। আর তাই স্ত্রীর মায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করতে বিশ্বকাপের মাঝপথে দেশে আসতে হচ্ছে এই ইয়র্কার মাস্টারকে।
শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) জানায়, বাংলাদেশের বিপক্ষে খেলা শেষেই দল ছাড়বেন তিনি।
৩৫ বছর বয়সী পেসারের শাশুড়ি কান্থি পেরেরার শেষকৃত্য সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার (১৩ জুন)। সেই আচার সম্পন্ন করে আবার দ্রুতই ইংল্যান্ডের বিমান ধরবেন তিনি। আগামী শনিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মালিঙ্গা।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ১ জয়, ১ পরাজয় ও ১টি পরিত্যক্ত হওয়ায় শ্রীলংকার সংগ্রহে রয়েছে ৩ পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে জিতে ২টি গুরুত্বপূর্ণ পয়েন্ট লুফে নিতে চায় ‘৯৬ চ্যাম্পিয়নরা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি গড়ানো নিয়েই শংকা আছে। কারণ, ব্রিস্টলের আকাশ ভেঙে অঝোরে ঝরছে বৃষ্টি!
Leave a reply