টাইগারদের জন্য রাসেলই হুমকি: রোডস

|

শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের পর এবার বাংলাদেশ দলের চোখ উইন্ডিজের দিকে। আগামী ১৭ জুন বাংলাদেশ দলের পঞ্চম ও পরবর্তী ম্যাচ উইন্ডিজের বিপক্ষে। তার আগে প্রস্তুতির জন্য পাঁচ দিন সময় পাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

ইতিমধ্যেই বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই উইন্ডিজকে হারের স্বাদ দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে উইন্ডিজের ঐ দলের সাথে বিশ্বকাপ দলের বেশ পার্থক্য আছে।

আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ দলে ছিলেন না বেশ কয়জন তারকা ক্রিকেটার। তাদেরই একজন আন্দ্রে রাসেল। যিনি চলতি বিশ্বকাপের শুরু থেকেই ফর্মে আছেন দারুণভাবে। তাঁকে নিয়ে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস মনে করেন, এই রাসেলই হয়ে উঠতে পারেন বাংলাদেশের জন্য হুমকি।

রোডস বলেন, ‘তাদের সবচেয়ে বিপজ্জনক ক্রিকেটার আন্দ্রে রাসেল। সে ভয়ানক একজন প্রতিপক্ষ। ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যানদের একজন। বোলারদের কাছে অনেক কঠিন হয়ে উঠতে পারে সে। আমাদের কাছ থেকে গেম দূরে নিয়ে যেতে পারে।’

তবে সাম্প্রতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হবে বলে জানান রোডস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply