বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি ফেভারিট অস্ট্রেলিয়া ও অনুনমেয় পাকিস্তান। দুদলের সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ানো শুরু হয়ে গেছে হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর উড়তে থাকা অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়েছে ভারত। সেই যন্ত্রণা গায়ে মেখে জয়ের নেশায় মাঠে নামবেন স্মিথ-ওয়ার্নাররা।
অন্যদিকে তিন ম্যাচের একটিতে জিতে পিছিয়ে থাকা পাকিস্তানও আজ ছেড়ে কথা বলবে না। ইংল্যান্ডকে হারিয়ে মোমেন্টাম ফিরে পাওয়া সরফরাজ বাহিনী জেতার জন্য তেতে রয়েছে।
তবে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স আশা জোগাবে অস্ট্রেলিয়াকে। কারণ গত মার্চে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে ৫-০’তে হোয়াইটওয়াশ করে এসেছে তারা। এ ছাড়া শেষ ১৫ ওয়ানডেতে পাকিস্তান মাত্র একটি ম্যাচই জিততে পেরেছে অসিদের বিপক্ষে। কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়ে এসেছে তারুণ্যনির্ভর পাকিস্তান দলটি।
দুদলের মধ্যে শক্তিমত্তা ও পরিসংখ্যানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে দুদলের ১০৩ ম্যাচে অস্ট্রেলিয়া ৬৭টিতে জয়ী হয়েছে। বিপরীতে পাকিস্তানের জয় মাত্র ৩২টিতে।
এক নজরে পাকিস্তান অস্ট্রেলিয়ার ওয়ানডে পরিসংখ্যান:
১. ওয়ানডে ক্রিকেটে ১০৩ বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাত্র ৩২ জয়ের বিপরীতে অসিদের জয় ৬৭ ম্যাচ। বাকি চার ম্যাচের ৩টি ম্যাচ পরিত্যক্ত এবং অন্যটি টাই হয়।
২. বিশ্বকাপে মুখোমুখি দেখায়ও পাকিস্তানের চেয়ে বেশি জয় অস্ট্রেলিয়ার। ৯ ম্যাচে পাকিস্তানের জয় ৪টিতে আর অস্ট্রেলিয়ার ৫।
দলীয় সর্বোচ্চ
অস্ট্রেলিয়া: ৩৫৯/৭, অ্যাডিলেড, ২০১৭
পাকিস্তান: ৩১৫/৮, লাহোর ১৯৯৮
দলীয় সর্বনিম্ন
অস্ট্রেলিয়া: ১২০/১০, হোবার্ট, ১৯৯৭
পাকিস্তান: ১০৮/১০, নাইরোবি, ২০০২
সর্বোচ্চ রান
রিকি পন্টিং- ৩৩ ম্যাচে ১১০৭ রান
জাভেদ মিয়াঁদাদ- ৩৫ ম্যাচে ১০১৯ রান
সেরা ইনিংস
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ১৭৯ রান
হারিস সোহেল (পাকিস্তান)- ১৩০ রান
সর্বোচ্চ উইকেট
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) – ৫৭ উইকেট
ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ৬৭ উইকেট
সেরা বোলিং
কার্ল র্যাকমেন (অস্ট্রেলিয়া)- ৫/১৬
শহীদ আফ্রিদি (পাকিস্তান)- ৬/৩৮
সর্বোচ্চ ছক্কা
অস্ট্রেলিয়া ২১, গ্লেন ম্যাক্সওয়েল
পাকিস্তান ২৭, শহীদ আফ্রিদি
সর্বোচ্চ জুটি
অস্ট্রেলিয়া ২৮৪, ওয়ার্নার ও হেড, অ্যাডিলেড ২০১৭
পাকিস্তান ১৯৮*, কামরান ও মিসবাহ, আবুধাবি ২০০৯
সবচেয়ে বেশি ডিসমিসাল
অস্ট্রেলিয়া ৪৪, অ্যাডাম গিলক্রিস্ট
পাকিস্তান ২৫, মঈন খান
সবচেয়ে বেশি ক্যাচ
অস্ট্রেলিয়া ১৯, স্টিভ ওয়াহ
পাকিস্তান ১৭, ইজাজ আহমেদ
Leave a reply