ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে বাইশ গজে ফিরে আসা যুবরাজ হঠাৎ এভাবে অবসন নেবেন কেউ ভাবতেও পারেনি।
যুবরাজের ক্রিকেট ছাড়ার পেছনে আবেগ ও কষ্টবোধও কাজ করছে। তার সহ-খেলোয়ারেরা যখন ইংল্যান্ড বিশ্বকাপে দূর্দান্ত পারফরমেন্স করছে তখন দেশে টিভি স্ক্রিনে সেই খেলা দেখে হাততালি দিতে হচ্ছে ভারতীয় ক্রিকেটের আক্রমনাত্মক এই খেলোয়ারকে। বিষয়টি মানতে পারছিলেন না যুবরাজ।
যুবরাজ চেয়েছিলেন বিশ্বকাপ খেলে বিদায় নেবেন। কিন্তু সেটি আর হয়ে উঠেনি। এ কারণে ১৯ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং। তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
ক্রিকেটার স্বামীর অবসর ঘোষণায় আবেগতাড়িত হয়ে পড়েছেন যুবরাজের স্ত্রী অভিনেত্রী হেজেল কিচ। ইনস্টাগ্রামে স্বামীকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হ্যাজেল কিচ।
স্ত্রীর পাশাপাশি যুবরাজে সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত কিম শর্মাও। বলিউডের এই অভিনেত্রী যুবরাজের অবসর গ্রহণের সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘তুমি অসাধারণ খেলেছো যুবরাজ। তোমার খেলার কিছু মুহূর্তকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই।’
২০০৭ সালে কিম শর্মার সঙ্গে যুবরাজের সম্পর্কে জড়ানোর খবর রটেছিল। যুবরাজের অবসরের খবরে টুইট করেছেন বলিউডের অনেক তারকাই।
যুবরাজের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন নায়িকার সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছিল। দীপিকা পাড়ুকোন, মণীষা লাম্বা, রিয়া সেন, সামিতা শেট্টি, প্রীতি ঝাঙিয়ানি মতো অভিনেত্রীরাও যুবরাজকে পছন্দ করতেন বলে সংবাদ হয়েছে।
যুবরাজ সিংহের ক্রিকেট ক্যারিয়ার বর্ণাঢ্য। ২০১১ বিশ্বকাপ প্রায় একাই জিতিয়ে দিয়েছিলেন তিনি। তার পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতির পর ফিরে আসেন রাজকীয়ভাবেই। আইপিএল খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। সেই স্বপ্ন সফল হবে না বুঝতে পেরেই বিশ্বকাপের মাঝখানে অবসরের ঘোষণা দিলেন তিনি।
Leave a reply