শ্রীলংকার বিপক্ষে অ্যারন ফিঞ্চের অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার এ অধিনায়ক। শনিবার শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের কেনিংটন ওভালে মিলিন্ডা শ্রীবর্ধনেকে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৯৭ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফিঞ্চ। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ১১৪তম ম্যাচে ফিঞ্চের এটা ১৪তম সেঞ্চুরি।
এর আগে গত বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ফিঞ্চ। ওই ম্যাচে ফিঞ্চের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪২ রানের পাহাড় গড়ে ১১১ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
শনিবার লংকানদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে উড়ন্ত সূচনা করেন ফিঞ্চ। উদ্বোধনী জুটিতে ১৬.৪ ওভারে স্কোরবোর্ডে ৮০ রান যোগ করেন ফিঞ্চ-ওয়ার্নার।
ব্যক্তিগত ২৬ রানে ওয়ার্নার আউট হলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান ফিঞ্চ। ৫৩ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির জন্য একের পর এক বাউন্ডারি হাঁকান তিনি। তৃতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে গড়েন অনবদ্য জুটি। আর এই জুটিতেই শতরানের মাইলফলক স্পর্শ করেন অ্যারন ফিঞ্চ।
Leave a reply