কোপা আমরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেলো আর্জেন্টিনা। মার্টিনেজ ও জাপাটার গোলে মেসির দলকে ২-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ব্রাজিলের বাহিয়া-র ফন্টেনোভা স্টেডিয়ামের মেসি, অ্যাগুয়েরো ডি মারিয়োদের নিয়ে শক্তিশালি একাদশ নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা।
ম্যাচের ৭ মিনিটে কলম্বিয়া গোলরক্ষক অস্পিনার ভুলে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সুযোগ হাতছাড়া করেন আগুয়েরো।
ম্যাচে সময় গড়ানোর সাথে আক্রমনের ধারা বাড়ায় হামেস রদ্রিগেস, ফ্যালকাওদের কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে আক্রমনের বেশ কটি ভালো সুযোগ তৈরী করে আর্জেন্টিনা। কিন্তু ৭১ মিনিটে দুর্দান্ত এক গোলে কলম্বিয়াকে লিড এনে দেন বদলি ফরোয়ার্ড রজার মার্টিনেজ। ৮৬ মিনিটে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ডুভান জাপাটা।
আর তাতেই ২-০ গোলের হারের লজ্জায় পড়ে মেসির দল।
Leave a reply