৫২ পণ্য বাজার থেকে সরাতে ব্যর্থ: হাইকোর্টে হাজির বিএফএসএ চেয়ারম্যান

|

৫২টি নিম্নমানের পণ্য বাজার থেকে সরাতে ব্যর্থ হওয়ায় হাইকোর্টের তলবে আদালতে হাজির হয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।

আজ রোববার সকালে হাইকোর্টে এসে হাজির হন তিনি। এর আগে ৫২টি নিম্নমানের খাদ্যপণ্যের বিষয় নিয়ে গত ৯ মে হাইকোর্টে রিট করে কনসাস কনজ্যুমার সোসাইটি। ওই রিটের শুনানিতে ১২ মে হাইকোর্ট ৫২টি নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

পাশাপাশি মান উন্নীত না হওয়া পর্যন্ত এসব খাদ্যপণ্যের উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। গত ২৩ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১৬ জুন সশরীরে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply