চাঁদাবাজিসহ মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন ঝালকাঠির বাস শ্রমিকেরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
১৫ জুন বরিশাল থেকে পঞ্চিমাঞ্চলের ৯টি রুট ও ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের ৭টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকেরা। বরিশাল বাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি আর নির্যাতনের অভিযোগে বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠির শ্রমিকেরা।
তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের শত শত যাত্রী। অতিরিক্ত ভাড়া দিয়ে, টেম্পো, অটো, মহেন্দ্রতে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
Leave a reply