ওশানে থমাস, শেলডন কটরেল, আন্দ্রে রাসেলদের বাউন্সার-বৃষ্টি সামলাতে প্রস্তুত তামিম ইকবাল। টনটনে ম্যাচের আগে তিনি জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়দের সঙ্গে লড়াইয়ে জিতবে টাইগাররাই।
শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ ভেস্তে যাওয়ার পর বাংলাদেশের কাছে সোমবারের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে এ মুহূর্তে আট নম্বরে রয়েছেন লাল-সবুজ জার্সিধারীরা। ফলে পরিস্থিতি সামাল দিতে উইন্ডিজের বিপক্ষে জিততে মরিয়া মাশরাফি-সাকিবরা। সেই জয়ে বড় ভূমিকা রাখতে চান তামিম।
তিনি বলেন, প্রতিপক্ষের বোলিং আক্রমণ দেখে আমরা নেটে সেভাবেই প্রস্তুতি নিয়েছি। জানি, ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে শর্ট বল করে আমাদের চাপে ফেলতে চাইবে। তবে সেটি শুধু আমরা বলেই নয়, তারা সব প্রতিপক্ষের বিপক্ষেই সেই কৌশল নিয়েই খেলতে নামে। তাই আমরাও তৈরি রয়েছি।
তামিম বলেন, ক্যারিবীয়রা শর্ট বল করলেও রান তোলার জায়গা থাকে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। সেই প্রস্তুতিই নিয়েছি। শর্ট বল ঠিকমতো সামলাতে পারলেই কিন্তু ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।
বাংলাদেশ ড্যাশিং ওপেনার জানিয়েছেন, ইংল্যান্ডের মার্ক উড এবং নিউজ়িল্যান্ডের লকি ফার্গুসনের শর্ট বলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এদিন থমাস, কটরেলদের পাল্টা জবাব দিতে চান তিনি।
Leave a reply