দখলকৃত গোলান মালভূমিতে ট্রাম্পের নামে অবৈধ ইহুদী বসতি

|

এবার সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে অবৈধ ইহুদী বসতি নির্মাণ করছে ইসরায়েল। ট্রাম্পের নামে তৈরি করা অবৈধ এই বসতির নামও ‘ট্রাম্প হাইটস’ । ইহুদিদের পৃষ্ঠপোষকতার প্রতিদান স্বরূপ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সম্মান দেখিয়ে এ নামকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ কারণেই ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সম্মানে ‘ট্রাম্প হাইট’ নামে ওই বসতির নামকরণ করে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ওই নামফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, গোলান মালভূমি ইসরাইলের এবং এটি চিরদিন ইসরাইলেরই থাকবে। এ সময় তিনি ট্রাম্পকে ইসরাইলের ‘মহান বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন।

নেতানিয়াহু বলেন, ট্রাম্প ইসরাইলের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা অন্য কেউ করেননি।

নেতানিয়াহুর বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে ধন্যবাদ জানান। তার নামে অবৈধ বসতির নামকরণ করায় তিনি একে বিরাট সম্মানের বিষয়ে বলে উল্লেখ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply