ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের পাহাড় ডিঙাতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৮.২ ওভারে স্কোরবোর্ডে ৫২ রান যোগ করেন তারা।
দ্বিতীয় ওভার করতে আসা আন্দ্রে রাসেলের প্রথম বলে ছক্কা মারলেন। কিন্তু দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে দেন ক্রিস গেইলের হাতে। সৌম্য সাজঘরে ফিরেছেন ২৩ বলে ২৯ রান নিয়ে। তার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ২ ছক্কায়।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ (৯৬) ও এভিন লুইসের (৭০) অনবদ্য ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। এছাড়া ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন শিম্রন হেটমায়ার।
বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে উইন্ডিজের এটা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন দলের বিপক্ষে সর্বোচ্চ ২৪৪/৯ রান করেছিল কার্ল হুপারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল।
Leave a reply