বিশ্বকাপের চলতি আসরে প্রথম হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু শেলডন কটরেলের বলে রানের জন্য দৌড়াতে গিয়ে রান আউট হয়ে যান তিনি। সরাসরি থ্রু-তে তামিমকে রান আউট করেন কটরেলই।
তামিম সাজঘরে ফিরে যান ৪৮ রানে। এর আগে তামিম ও সৌম্য সরকারের ৫২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ খবর পযর্ন্ত ১৯.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে টাইগাররা। তামিমের পরেই তার পথ ধরে মুশফিকুর রহিম আউট হন মাত্র ১ রানে।
ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান (৪৮) ও লিটন দাস (০)।
এদিকে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তুলে নিয়েছেন ওয়ানডেতে সাকিব আল হাসান গড়েছেন ৬ হাজার রানের মাইলফলক।
২০১৯ বিশ্বকাপের ২৩তম ম্যাচে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে রেকর্ড গড়ে উইন্ডিজ।
Leave a reply