সাবেক মিসরীয় প্রেসিডেন্ট মুরসি মৃত্যুবরণ করেছেন

|

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মৃত্যুবরণ করেছেন। সোমবার মিশরের জাতীয় টেলিভিশনের বরাত দিয়ে এ সংবাদ জানানো হয়।

সূত্র জানায়, ৬৭ বছর বয়সী এ রাজনীতিবীদ তার বিরুদ্ধে চলা এক শুনানি চলাকালীন সময়ে আদালত প্রাঙ্গণে মৃত্যুবরণ করেন।

এরআগে তিনি অবৈধভাবে ক্ষমতাদখলকারী স্বৈরশাসক জেনারেল সিসির নিয়ন্ত্রিত আদালতের রায়ে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। কারান্তরীণ এই রাজনীতিবীদ সামরিক সরকারের দায়ের করা বেশ কয়েকটি মামলার আসামীও ছিলেন।

মুরসির মৃত্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তাকে শহীদ বলে আখ্যায়িত করেন এবং তার পরিবার ও মিশরীয় জনগণের প্রতি সমবেদনা জানান।

মোহাম্মদ মুরসি ছিলেন মিশরের সর্বপ্রথম গণতান্ত্রিক পদ্ধতীতে নির্বাচিত প্রেসিডেন্ট। রাজনৈতিক জীবনে তিনি মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদরহুডের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০১৩ সালে মিশরীয় সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে এক অবৈধ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply