পূর্ব কায়রোতে সমাহিত করা হবে মুরসিকে

|

স্বৈরাচারী সামরিক সরকারের কারাগারে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করা সাবেক মিসরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পূর্ব কায়রোতে তার পরিবারের উপস্থিতিতে দাফন করা হবে বলে জানিয়েছে তার আইনজীবি।

মুরসির আইনজীবি আব্দুল মুনিম আব্দুল মাকসুদ জানান, তাকে পূর্ব কায়রোর মদিনাতুন নাসের নামে একটি কবরস্থানে দাফন করা হবে।

গতকাল মিসরের আদালতে তার বিরুদ্ধে চলা একটি মামলার শুনানি চালার সময় তিনি অসুস্থ্য হয়ে পরেন এবং তারপর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরআগে ২০১২ সালে মুরসি মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৩ সালে একটি অবৈধ সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং বিভিন্ন মামলায় তাকে কারারুদ্ধ করা হয়।

তার দল মুসলিম ব্রাদারহুড এ মৃত্যুকে হত্যা বলে অবহিত করেছে এবং তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply