ভারতের বিহারে দাবদাহে, হিটস্ট্রোক আর মস্তিষ্কের সংক্রমণ জনিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ জনে। তীব্র গরমের জন্য গয়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
গয়া ও পাটনাতে ক’দিন ধরে তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে।
হিটস্ট্রোকে প্রাণহানির ঘটনা ঘটেছে গয়া, আওরঙ্গাবাদ, আর নদীয়াতে। এছাড়া মুজাফফরপুরে মস্তিষ্কে প্রদাহে প্রাণ গেছে শতাধিক শিশুর। আক্রান্ত আরও ৩শ’।
প্রাণহানির ঘটনায় চার লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। তীব্র গরমের জন্য ১৯ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাজ্যের সব স্কুল।
চলতি গ্রীষ্মে ৩২ বার দাবদাহের কবলে পড়েছে ভারত। ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।
এক মাসের বেশি সময় ধরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজস্থান, উত্তর ও মধ্য প্রদেশসহ দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের জনজীবন। বৃষ্টি বিলম্বিত হওয়ায় গরম আরও বাড়বে বলে জারি করা হয়েছে সতর্কতা।
২০১৫ সালে ভয়াবহ গরমে ভারতে প্রাণ যায় আড়াই হাজার মানুষের।
Leave a reply