ডিআইজি মিজানকে স্থায়ী বরখাস্তের সুপারিশ

|

ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করার অভিযোগে ডিআইজি মিজানকে স্থায়ী বরখাস্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির কাছে দ্রুত এ সুপারিশ পাঠানো হবে।

এদিকে দুদকের তদন্ত চলা অবস্থায় রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে, ভাগ্নে পুলিশের এস আই নোমানের নামে কেনা কয়েক কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়টিও খতিয়ে দেখবে দুদক। ডিআইজি মিজানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারিসহ নানা তথ্য প্রমাণ তুলে ধরে প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। পরে সাময়িক বরখাস্ত করা হয় ডিআইজি মিজানুর রহমানকে। এর প্রেক্ষিতে তদন্তে নামে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply